কক্সবাজার ব্যুরো।
কক্সবাজার সদরের পিএমখালীতে বেপরোয়া ডাম্পার চাপায় প্রাণ গেল এক সৌদি প্রবাসির। তার নাম শফি উল্লাহ (৩৫)। তিনি পিএমখালী ইউনিয়নের পশ্চিম জুমছড়ির নুর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শফি উল্লাহর আত্মীয় সাংবাদিক সোয়েব সাঈদ।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘাটা স্টেশনে কেনাকাটা করার সময় একটি বেপরোয়া পিকআপ শফি উল্লাহকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার সময় রাত সাড়ে ১২ টায় তিনি প্রাণ হারান। নিহত শফি উল্লাহ কয়েকমাস পূর্বে তিনি দেশে আসেন এবং আগামী ৫ মার্চ সৌদি ফেরার কথা ছিলো। তিনি ১ কন্যা সন্তানের জনক।
এদিকে সোমবার সকালে জানাযা শেষে দাফন করা হয়েছে।
No comments:
Post a Comment