ঈদগাঁও-ঈদগড় সড়কের গর্জন গাছটি কেটে ফেলার দাবী চালক ও যাত্রীদের - NEWS20 TV

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 February 2020

ঈদগাঁও-ঈদগড় সড়কের গর্জন গাছটি কেটে ফেলার দাবী চালক ও যাত্রীদের


মোঃ আমির হোসেন, ঈদগাহঃ
কক্সবাজার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা বালু মহালের সামনে রাস্তার উপরের বিশাল গর্জন গাছটি কেটে ফেলার দাবী জানান সড়কে চলাচলকৃত যাত্রী সাধারণ ও চালকেরা।

চালকদের অভিযোগ গাছটি প্রায় রাস্তার উপর হওয়ায় অপরদিক থেকে আসা গাড়ি গুলো দেখা যায়না
ফলে হঠাৎ করে গাড়ী ব্রাক করতে দিয়ে দূর্ঘটনায় পড়তে হয়।


প্রতিনিয়ত উক্ত এলাকায় দূর্ঘটনা ঘটায় আতঙ্কে থাকেন চালকসহ যাত্রীরা। ইতি পূর্বে ডাম্পার ও মোটর সাইকেল দূর্ঘটনায় ১জন মারা যান উক্ত গাছের কারণে। পাশাপাশি অনেকবার দূর্ঘটনা ঘটেছিল তাই শংকিত যাত্রী ও চালকেরা।

এলাকাবাসীদের কাছে জানতে চাইলে তারাও বলেন গাছটির পাশে ছোট বড় নিয়মিত দূর্ঘটনা ঘটে থাকে।

সম্প্র্রতি সড়কটির উন্নয়ন কার্যক্রম চললেও গাছটি কাটা হয়নি। এলজিইডি কতৃপক্ষ ব্যবস্থা নিলে গাছটি কেটে ফেলা যেত মনে করেন চালক ও যাত্রীরা।

জানা যায় গাছটি কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধীন।

সুতারাং বনবিভাগ গাছটা কেটে নিলে দূর্ঘটনা থেকে রেহাই পাবে বলে মনে করেন চালকসহ যাত্রীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages