টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর ৭ সদস্য নিহত - NEWS20 TV

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 1 March 2020

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর ৭ সদস্য নিহত


কক্সবাজারের টেকনাফে র‌্যাবের গোলাগুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে টেকনাফের মোচনী ও জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গভীর পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী ও র‌্যাবের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব ১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে সন্ত্রাসী জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের উপর গুলিবর্ষন করে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষন করে জবাব দেয়। এতেই রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর ৭ সদস্য নিহত হয়। উল্লেখ্য টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থান নিয়ে অস্ত্রধারী জকির বাহিনী সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রæপ মাদক ব্যবসা, খুন অপহরণ সহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। এর আগেও সন্ত্রাসীদের সাথে র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনী গুলোর গোলাগুলির একাধিক ঘটনা ঘটেছিল। এতে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নুরুল আলমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages