র্যাব বলছে, সোমবার ভোররাতে কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া মোছনির ২৭ নম্বর রোহিঙ্গা শিবির থেকে অল্প দূরত্বে দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
র্যাবের টেকনাফের ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বিবিসি বাংলাকে এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে র্যাব যখন অভিযান চালাতে যায় তখন, র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে র্যাবও পাল্টা গুলি চালায়। এ গোলাগুলিতে নিহত সাত জনই রোহিঙ্গা বলে র্যাব নিশ্চিত হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা মি. মাহতাব জানিয়েছেন, নিহতরা রোহিঙ্গা ক্যাম্পে একটি অপরাধী গোষ্ঠীর সাথে জড়িত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ঘটনাস্থল থেকে তারা কিছু গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানান।
তিনি বলেন, অভিযান এখনো চলছে।
তবে রোহিঙ্গাদের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।
No comments:
Post a Comment