নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের ইসলামাবাদ শাহ ফকির বাজারবাসির দীর্ঘদিনের কাংখিত প্রত্যাশা পূরণ হচ্ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে ভেসে যাওয়া ও কাঁদাপূর্ণ রাস্তা দিয়ে বাজারবাসি হয়ত আগামী মৌসুম থেকে পরিস্কার-পরিচ্ছন্নভাবে চলাচল করতে পারবে।
বাজার কমিটি সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে মহা সড়কে হাটবাজার বসা বন্ধ, বাজার প্রশস্তকরণ, মাদকসেবি ও বিক্রি দূরীকরণ, মাস্তানিবন্ধ, রাস্তার উভয় পার্শ্বে ড্রেনসহ নানা পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে তারা মাস্তানি, চাঁদাবাজি, মাদকবিক্রি, মহা সড়কে হাটবাজার বন্ধের পাশাপাশি বাজারও মোটামুটি প্রশস্ত করতে সক্ষম হয়েছে বলে তারা নিশ্চিত করেন।
এদিকে ১/৩/২০২০ইং সকালে সওজ কর্তৃক ড্রেনের কাজ উদ্বোধনের মাধ্যমে বর্ষাকালীন সমস্যাটিরও সমাধান হবে বলে পরিচালনা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন কাজে উপস্থিত ছিলেন- সভাপতি হাফিজুর রহমান বাবলু, জনাব-আবদু শুক্কর এমইউপি ইসলামাবাদ (৮নং), সহ-সভাপতি ওবাইদুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধরন সম্পাদক-নাঈমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক -নুরুচ্ছফা আল মাহমুদ, অর্থ সম্পাদক- মো: সেলিম, ক্রীড়া সম্পাদক- সাইদুল ইসলাম সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি পুলিশের সেক্রেটারী ফরিদুল আলম, ডাঃ শাহ আলম, নূরুল আবছার, ইদ্রিস সওদাগর ও নুরুল হক সওদাগরসহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।
বাজার কমিটি আরও জানান, অতি শীঘ্রই বাজারে দুইটি গণসৌচাগার ও একটি যাত্রী ছাউনী নির্মান করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রসাশক মহোদয়।
উল্লেখ্য: ড্রেনটি মহা সড়কের উভয়পাশ থেকে ১০ফুট বাদ দিয়ে নির্মিত হচ্ছে।
No comments:
Post a Comment