একুশে পদকে ভুষিত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বাংলাদেশের বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, উপ-সংঘরাজ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে ৮ দিনব্যাপী সম্প্রীতির মেলা শুরু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন জমিতে (মেরংলোয়া বিল) বৃহৎ এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শান্তি, সম্প্রতি ও মানবতার কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন। কর্মের মাধ্যমেই তিনি দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করেছিলেন। দেশে-বিদেশে পেয়েছিলেন অসংখ্য সম্মাননা। বরণ্যে ও গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানাবে দেশ-বিদেশের বৌদ্ধ সম্প্রদায় সহ সর্বস্তুরের মানুষ। এ জন্য প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে সফল করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারি তরুণ বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, জেলা পরিষদ সদস্য নুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর বড়ুয়া, হিন্দু কল্যাণ ট্রাস্টি বাবুল শর্মা, ক্রীড়া সংগঠক নবু আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামা ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক প্রবীর বড়–য়া, সদস্য সচিব পুলক বড়ুয়া, সাংবাদিক ও ছড়াকার দর্পণ বড়–য়া, রজত বড়–য়া রিকু, ইউপি সদস্য লিটন বড়–য়া, বিপুল বড়–য়া আব্বু। মঙ্গলাচরণ করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া।
জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের উত্তর পার্শ্বে, বাইপাস সড়কের পূর্ব পার্শ্বে এবং পুরাতন আরকান সড়কের পশ্চিম পার্শ্বে একশ কানি জমিতে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলকে সাঁজানো হয়েছে রঙ্গিন সাজে। সে সাথে প্রয়াত সত্যপ্রিয় মহাথেরকে শ্রদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি রামু চৌমুহনী স্টেশন, মহাসড়কের রামু বাইপাস, পুরাতন আরকান সড়ক, এলাকার গ্রামীন সড়ক গুলোতে অসংখ্য তোরণ ও আলোকসজ্জা করেছে। শত শত ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, প্লেকার্ডে ছেয়ে গেছে অনুষ্ঠানস্থল।
দীর্ঘ ৮ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রয়াত ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র নির্বাণ সুখ কামনায়- জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান, স্মৃতিচারণ ও সভা ধর্মসভা, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, চিত্র প্রদর্শন, আলং নৃত্য, রাখাইন নৃত্য, হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি বর্ষন, আতশবাজি প্রজ্জলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগানের আসর, শেষকৃত্যানুষ্ঠান উৎসর্গ, ও বাংলাদেশসহ বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর রয়েছে।
অন্যদিকে উপ-সংঘরাজ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে মেরংলোয়া বিলে বসেছে মম্প্রীতির মেলা। মেলায় সার্কাস, মুত্যুকুপ, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদন এবং দেশী-বিদেশী পণ্যের দু’শতাধিক স্টল স্থান পেয়েছে।
উপ-সংঘরাজ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়–য়া, সাধারণ সম্পাদক রাজু বড়–য়া জানান, ২২ ফেব্রুয়ারী থেকে সম্প্রীতির মেলা শুরু হলেও মূল ধর্মীয় অনুষ্ঠান থাকবে অনুষ্ঠানের শেষ তিনদিন ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারী।
তাঁরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরুসহ দেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, জাপান, তিব্বত, আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, মিয়ানমারসহ বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্র থেকে হাজারো বৌদ্ধ ভিক্ষু এবং বাংলাদেশে নিযুক্ত বৌদ্ধ প্রতীম রাষ্ট্র সমুহের রাষ্ট্রদুত, হাইকমিশনারদের অনেকেই এ অনুষ্ঠানে অংশ নেবেন। তারা জানান, ইতিমধ্যে দেশ- বিদেশের অনেক প্রাজ্ঞ ভিক্ষুসংঘ অনুষ্ঠানে পৌঁছেছেন।
আয়োজকরা আরো জানান, অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা, জাতীয় রাজনৈতিক, ধর্মীয় নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
No comments:
Post a Comment