ন’গ্ন- অশ্লীল ছবি তুলতে গেলেই বন্ধ হয়ে যাবে স্মার্টফোন! - NEWS20 TV

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 21 February 2020

ন’গ্ন- অশ্লীল ছবি তুলতে গেলেই বন্ধ হয়ে যাবে স্মার্টফোন!

ব্যবহারকারীদের নি’রাপদ রা’খতে স্ব’য়ংক্রিয়ভাবে ন’গ্ন সেলফি তু’লতে বা’ধা দেবে স্মার্টফোন। ছবি তোলার সময় কেউ ন’গ্ন হলেই স্ব’য়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে স্মার্টফোনটির ক্যামেরা। অ’শ্লী’ল ছবিও সংরক্ষ’ণ করবে না স্মার্টফোনটি। শুধু তা-ই নয়, অভিভাবকরাও দূর থেকে স্মার্টফোনটির বি’ভিন্ন কা’র্যক্রম স’ম্পর্কে জা’নতে পারবেন। এ জন্য স্মার্টফোনটিতে নতুন করে কোনো অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন হবে না। শিশু-কিশোরদের জন্য ‘টোন ই২০’ মডেলের স্মার্টফোনটি তৈরি করেছে জাপানের টোন মোবাইল। প্র’তিষ্ঠানটির দাবি, কৃত্রিম বু’দ্ধিমত্তা প্র’যুক্তি কাজে লা’গিয়ে অশ্লী’ল ছবি শনা’ক্ত করে সেগুলো ব্ল’ক করতে পারে স্মার্টফোনটি। অ’শ্লী’ল ছবি তুলতে বাধা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের কাছেও স’তর্কবার্তা পা’ঠায়। দাম পড়বে ১৮০ পাউন্ড।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages