শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সিআরবি এলাকার গোয়ালপাড়া রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার দুইজন হলো- ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার মো. সাগিরের ছেলে মো. রাকিব (২৫) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুন নুর তুষার প্রকাশ মোহাম্মদ তুষার (২৯)। তারা সিআরবি এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, সিআরবি এলাকার গোয়ালপাড়া রোড থেকে বিদেশি অস্ত্র, গুলি ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে তথ্য দেন এসআই মোমিনুল হাসান
No comments:
Post a Comment