রামু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশিত হলো হাজারো শিক্ষার্থীদের কন্ঠে কালজয়ী গান ও বর্নমালা সমাবেশ। - NEWS20 TV

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 20 February 2020

রামু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশিত হলো হাজারো শিক্ষার্থীদের কন্ঠে কালজয়ী গান ও বর্নমালা সমাবেশ।



বাঙালি জাতি ও লাল-সবুজের পতাকায় মোড়ানো প্রিয় বাংলাদেশে  একের পর এক চমক সৃষ্টি করে যাচ্ছেন  আলোচিত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। শিক্ষা বান্ধব বাস "স্বপ্নযাত্রা" উদ্বোধন করে গোটা দেশ জুড়ে আলোচনায় আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহস্র কোমলপ্রাণ ছাত্র-ছাত্রীদের কন্ঠে গাওয়া হলো- ভাষা শহীদদের নিয়ে জনপ্রিয় হৃদয়ছোয়া সঙ্গীত “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি” গানটি। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রামু উপজেলা পরিষদ চত্বরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার উদ্যোগে ও তাঁর নেতৃত্বে, রামুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় পরিবেশিত হয় এই ঐতিহাসিক সঙ্গীত।
বৃহস্পতিবার সকালে এ সঙ্গীতের মূর্ছনায় ও দেশেপ্রেমের আবেগে কেপে উঠে রামু উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গন। কোমলমতি শিশুরা যেন খুজে পায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী। ১৯৬৯ গণ আন্দোলন ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ বীর বাঙ্গালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস। শিক্ষার্থীদের মস্তিষ্কে জেগে উঠে বাংলাদেশ ঐতিহাসিকভাবেই বীরের জাতি। আমরা সেই নির্ভীক বীরদেই সন্তান।

উল্লেখ্য গত কিচুদিন আগে তার উদ্যোগে বাস্তবায়ন করা হয় শিক্ষা বান্দব ''স্বপ্ন যাত্রা'' নামের বাস।

ভিন্নধর্মী এই উদ্যোগের কারণ সম্পর্কে জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা  বলেন, এদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম ভিত্তি মহান একুশে ফেব্রুয়ারি। এ সম্পর্কে কোমলমতি শিশুদের মাঝে ধারণা দেওয়ার উদ্দেশ্যে ও তাদের প্রতিভা বিকাশের শুরুতেই দেশপ্রেম উদ্বুদ্ধ করে তোলার জন্য এ ক্ষুদ্র প্রয়াস। যা মহান শহীদ দিবস পালনকে আরো বেশী সমৃদ্ধ করবে।

উক্ত সমাবেশে রামু উপজেলা রামুর উপজেলার সকল স্তরের কর্মকর্তাগন,সাংবাদিক গন, উপস্থিত ছিলেন। তাছাড়া রামু সরকারি কলেজ বি এন সি সি ক্যাডেট ও রামু সরকারি কলেজ রোভাররা আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages